ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা রদ্রিগোর

খেলা

ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ব্রাজিলিয়ান সেনসেশন রদ্রিগো। সেখানে ফ্লোরিডার এক বিলাসবহুল হোটেলে ঘাঁটি গেড়েছে রিয়াল। আর সেই হোটেলেই এক বিচিত্র অভিজ্ঞতা হয়েছে রদ্রিগোর। হোটেলে নিজের রুমের জানালা দিয়ে তিনি উপভোগ করেছেন এক বিয়ের অনুষ্ঠান।

জানা যায়, রিয়াল মাদ্রিদ যে হোটেলে অবস্থান করছে ফ্লোরিডার সেই ‘দ্য গার্ডেনস নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্ক’ বিয়ের অনুষ্ঠানের জনপ্রিয় ভেন্যু। বছরজুড়েই এই হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা চলে। রদ্রিগোও তেমনই বিয়ের অনুষ্ঠান দেখলেন নিজের রুমের জানালা দিয়ে। মুঠোফোন বের করে সেটার ভিডিও-ও করেছেন তিনি।

তারপর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও দিয়ে লিখেছেন, ‘এইমাত্র মায়ামিতে পৌঁছালাম, হোটেলের জানালা দিয়ে একটা বিয়ে দেখছি!’

এদিকে রিয়াল মাদ্রিদে রদ্রিগোর অবস্থান এখন বেশ নড়বড়ে। ক্লাব বিশ্বকাপ দিয়েই শেষ হতে পারে তার মাদ্রিদ ক্যারিয়ার। শোনা যাচ্ছে, এবারের গ্রীষ্মকালীন দলবদলেই রিয়ালের সঙ্গে সম্পর্কের ইতি ঘটতে পারে তার। এরই মধ্যে ইংলিশ জায়ান্ট আর্সেনালের সঙ্গে না জড়িয়েছে তার।

তবে দলবদলের হাওয়া পাশ কাটিয়ে আপাতত ক্লাব বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রদ্রিগো। ১৮ জুন হার্ড রক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে। যদিও এই ম্যাচে রদ্রিগো রিয়ালের শুরুর একাদশে না–ও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।

কোচ জাবি আলোনসো নাকি এমবাপ্পে আর ভিনিসিয়ুসকে দুই স্ট্রাইকার হিসেবে খেলাবেন, আর জুড বেলিংহাম খেলবেন ১০ নম্বর পজিশনে। সেটাই যদি হয়, তাহলে রদ্রিগোকে হয়তো হোটেল রুমে বসে আরও কিছু বিয়ের অনুষ্ঠান দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *