ভাইয়ের হুকুমে জালভোট দিতে এসে আটক স্কুলছাত্র

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দশম শ্রেণির এক ছাত্র। স্থানীয় এক বড় ভাই বলায় জালভোট দিতে এসেছিল বলে জানায় আটককৃত ঐ শিক্ষার্থী।

আটক শিক্ষার্থী (১৫) রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাসিন্দা এবং রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণিতে পড়াশুনা করেন বলে জানা যায়।

আজ (রোববার) দুপুরে মিজানপুর ইউনিয়নের ১নং সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনাকাঙ্খিত এ ঘটনাটি ঘটে। আর এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা, জাতীয় গোয়েন্দা সংস্থা রাজবাড়ীর সহকারী পরিচালক গোলাম রব্বানী ও প্রিসাইডিং অফিসার অমর অধিকারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার সাহা জানান, ১নং সূর্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র পরিদর্শনে এলে ৪নং বুথে ও ছেলেটিকে দেখার পর সবার সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে জালভোট দিতে আসার বিষয়টি স্বীকার করলে তাকে কর্তব্যরত পুলিশ আটক করে প্রিসাইডিং অফিসারের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার অমর অধিকারী বলেন, “ভ্রাম্যমাণ টিম এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।”

এর আগে আজ (রবিবার) সকালে চতুর্থ ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, বিভিন্ন ইউপিতে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলায় শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

গত ২৩ ডিসেম্বর এই ভোট হওয়ার কথা থাকলেও পরবর্তীতে পেছানো হয়। তারিখ পরিবর্তন করে আজ (২৬ ডিসেম্বর) ভোটের নতুন তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *