নিউজ ডেষ্ক- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ সর্বমোট ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে এই মামলার আবেদন করেন।
গতকাল (বুধবার) মামলাটির আবেদন করা হলেও আজ (বৃহস্পতিবার) পর্যন্ত আদেশ প্রদান করেননি আদালত।
মামলার আবেদনে প্রধান আসামী হিসেবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তার সাথে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, চাকুরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুলে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ এবং সাংবাদিক ইলিয়াস হোসেন।
এ বিষয়ে মামলার নিয়োগকৃত আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, “মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরুপ মন্তব্য করেছেন। তারা দলীয় কর্মসূচি দিতে পারেন। কিন্তু তাকে নিয়ে কুৎসা রটনা করবে এটা মেনে নেয়া যায় না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না। তাই আমার কাছে মামলার আবেদনটি আসার সাথে সাথেই আইনজীবী হিসেবে মামলাটি গ্রহণ করি।”
এর আগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গতকাল(বুধবার) বিকেলে টাঙ্গাইলের পানির ট্যাংক সংলগ্ন কালেক্টরেট মাঠে এক সমাবেশের আয়োজন করে বিএনপি। যেখান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।