ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকের এজেন্ডা নিয়ে যা জানালেন প্রেস সচিব

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে ড. ইউনূসের সঙ্গে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ নিয়ে যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব। মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ১৩ জুন শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় ওই বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা (আলোচ্যসূচি) নেই।

তিনি বলেন, ‘তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতা এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান। উনারা যখন বসবেন, তখন বাংলাদেশের এখনকার যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, জুলাই চার্টার (জুলাই সনদ)—এগুলোর যেকোনো বিষয়ে আলাপ হতে পারে।’

প্রেস সচিব বলেন, ‘এই বৈঠক ১৩ জুন সকালে হচ্ছে এটি নিশ্চিত করে বলতে পারি। কী আলাপ করবেন, এটা উনারা সিদ্ধান্ত নেবেন।’

১৩ জুন সকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে দেশে–বিদেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ওই দিন স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ডরচেস্টার হোটেলে বৈঠক করবেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *