মেসির ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তাদিচ

খেলা

নিউজ ডেষ্ক- লিওনেল মেসি মানেই নতুন নতুন রেকর্ডের জন্ম। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবলার। সপ্তমবারের মতো ব্যালন ডি’অর নিজের ঘরে তুলে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এরপরও মেসিকে ঘিরে আলোচনার বিষয় হচ্ছে এসিস্ট। এসিস্টের রাজা বলা হয় এই ফুটবলারকে। আর সেখানেই মেসিকে পেছনে ফেললেন আয়াক্স আমস্টারডামের মিডফিল্ডার দুসান তাদিচ!

মেসির ১০ বছরের পুরোনো রেকর্ড নিজের দখলে নিলেন তিনি। ২০১১ সালে এক বছরে সতীর্থদের দিয়ে ৩৬ গোল করান লিওনেল মেসি। যেখানে তিনি নিজেও করেন ৫৫ গোল। সেবার তার দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ নিজেদের করে নেয় বার্সেলোনা। আর অবধারিতভাবেই ব্যালন ডি’অর জিতে নেন মেসি।

এবার মেসির সেই এসিস্টের রেকর্ড ভেঙে দিলেন দুসান। রোববার আলকমারের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে সতীর্থ সেবাস্তিয়ান হলারকে দিয়ে গোল করান দুসান। তাতেই মেসিকে পেছনে ফেলেন এই সার্বিয়ান ফুটবলার। চলতি বছরের ৩৭তম অ্যাসিস্ট ছিল সেটি দুসানের।

অবশ্য মেসির রেকর্ড ভাঙার দিনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দুসান তাদিচের দল। তার দল যে শেষমেশ ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

তবে এসিস্টের সংখ্যাটি আরো উপরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে দুসানের সামনে। আজ ফেইনুর্দের বিপক্ষে মাঠে নামনে আয়াক্স। সেখানে আরও অ্যাসিস্ট নিয়ে রেকর্ডটা আরেকটু সুরক্ষিত করার স্বপ্ন দেখতেই পারেন এই সার্বিয়ান তারকা। আর তা হলে মেসির সাথে নিজের এসিষ্টের ব্যাবধানটা আরো বড় হবে। আর সেটা কতটুকু করতে পারবেন তা মাঠের খেলায় দেখা যাবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *