মেসি-সুয়ারেজের জোড়ায় মায়ামির দাপুটে জয়

খেলা

মেজর লিগ সকারে কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। অবশেষে ৪ ম্যাচ পর এলো স্বস্তির জয়। কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়মি। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি ও সুয়ারেজ।

বৃহস্পতিবার সকালে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়েও নাগাল পাননি। পোস্টের পাশ দিয়ে চলে যায় জালে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৬ গোল করলেও প্রথমার্ধে গোল এই একটিই।

দ্বিতীয়ার্ধে গোল-মিছিল শুরু হয় ৬৮তম মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়ল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে।

এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে।

ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘বাজে ফলের দায় আমাদের নিতে হবে। এখন সময় নিজেদের শুধরে নিয়ে আত্মবিশ্বাস ফেরানো। এই জয়ের মাহাত্ম্য অনেক। আমরা এ ধরনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চাই।’

মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমাদের বাজে সময় পার করা দরকার ছিল। সেটা হওয়ায় আমি খুশি। তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের আনন্দ মলিন হয়ে গেছে গনজালো লুজান, টমা অ্যাভিলেস এবং জর্দি আলবা মাঠ ছেড়ে যাওয়া। গনজালোআর জর্দির পেশিতে সমস্যা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় বুঝতে একদিন সময় লাগবে। আর টমাসের সমস্যা অ্যাঙ্কেলে। সে হয়তো খেলতে পারবে।’

ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *