সারজিসের সতর্ক বার্তা

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির পশ্চিমাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ট্রান্সজেন্ডার ও এলজিবিটিকিউ ইস্যুতে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। রোববার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নারীদের অধিকার রক্ষায় যেকোনো যৌক্তিক আন্দোলনে তার দল সর্বাত্মক সমর্থন দেবে।

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “নারী অধিকার কিংবা মানবাধিকারের আড়ালে যদি এমন সংস্কৃতি প্রমোট করা হয়, যা পরিবার ও সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

সারজিস আরও লেখেন, “ট্রান্সজেন্ডার, সমকামিতা বা এলজিবিটিকিউ আন্দোলন সমাজে বিভ্রান্তি ছড়াতে পারে—এমন যেকোনো অপচেষ্টা রুখে দিতে হবে। যারা এসব বিকৃত সংস্কৃতিকে লালন করছেন, তাদের সঠিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া উচিত।”

এছাড়া পতিতাবৃত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই মর্মান্তিক নির্যাতন কখনোই কোনো পেশা হতে পারে না। যারা নানা পরিস্থিতিতে এতে জড়িয়ে গেছেন, তাদের পুনর্বাসনে রাষ্ট্রের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া জরুরি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *