রাত ৮টার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে
ঢাকাসহ দেশের ১০টি জেলার কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ বার্তায় জানানো হয়, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, কুমিল্লা, সুনামগঞ্জ এবং সিলেট জেলার কিছু অংশে রাত ৮টার মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া, আগামীকাল শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে শনিবার (ঈদের দিন) চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।