যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের নয়জনকে জামায়াতে ইসলামীর কর্মী পরিচয় দিয়ে
বিএনপিতে যোগদানের যে খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা।
সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপজেলা জামায়াত আমীর অধ্যাপক ফারুক হাসান ও সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জামায়াত কর্মী’ পরিচয়ে বিএনপিতে যোগদানের খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এর মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
জামায়াতের দেওয়া তথ্য অনুযায়ী, হাজী আনসার আলী, কওছার আলী, লিয়াকত আলী, আবুছার ও আবুহার মৃত মুনছুর আলীর পাঁচ ছেলে, যারা কখনোই জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, বরং তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক। মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, চরমোনাই দলের সমর্থক ছিলেন। মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান ও মজনুর ছেলে মুকুল হাসান বিএনপির সমর্থক ছিলেন আর মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং বর্তমানে বিএনপিতে যোগ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এই নয়জনের মধ্যে একজনও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের জামায়াত কর্মী হিসেবে প্রচার করা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখার পক্ষ থেকে এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।