হুট করেই কমছে স্বর্ণের দাম, ক্রেতাদের জন্য বড় সুযোগ

অর্থনীতি

বিশ্ব অর্থবাজারে গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা কমার পাশাপাশি, মুদ্রাস্ফীতির নতুন তথ্যের জন্য বিনিয়োগকারীদের চাহিদা ও ভাবনায় পরিবর্তন এসেছে। এসব কারণে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা দৃশ্যমান হচ্ছে, যা আগামী দিনে আর্থিক নীতির ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার (২৭ জুন) সকালে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে প্রতি গ্রাম ৩৬৭ দিরহামে, যা ১ জুনের পর থেকে সর্বনিম্ন। গতকাল বিকেলে এটি ছিল ৩৭০ দিরহাম। মাত্র ৭ দিনের মধ্যে একবারই দাম ৩৭০ ‍দিরহাম নিচে নেমেছে। আজকের দাম দেখে অনেকেই আশা করছেন, এটি হয়তো আরও কমতে পারে এবং পুরো উইকেন্ডেই এই দাম ধরে রাখতে পারে।

এদিকে বুলিয়নের মূল্যের গত দেড় মাসে সর্বনিম্ন দাম আজ এক আউন্সে ৩০ ডলার কমে এসেছে ৩ হাজার ২৯৯ ডলার যা গত ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন।

এমন সময়ে দাম কমার ঘটনাটি ঘটেছে, যখন দুবাইয়ে শুরু হচ্ছে ‘দুবাই সামার সারপ্রাইজ’ মেলা। এতে অংশ নিচ্ছে স্বর্ণ ও গহনার দোকানগুলো, যারা দিচ্ছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও মূল্যছাড়। সবচেয়ে বড় আকর্ষণ র‍্যাফেল প্রবেশমূল্য ১,৫০০ দিরহাম থেকে কমিয়ে মাত্র ১,০০০ দিরহাম করা হয়েছে।

এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, “প্রতি DSF বা DSS-এ কিছু নির্দিষ্ট ক্রেতা থাকেন, যারা সোনার দাম যাই হোক না কেন, কেনাকাটা করেন। বেশিরভাগই ১,৫০০ থেকে ৩ হাজার দিরহামের মধ্যে কেনেন, যাতে তারা র‍্যাফেলেও অংশ নিতে পারেন। এবার প্রবেশমূল্য কমায় অনেকেই হয়তো আবার ছোট অঙ্কে কিনবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, দাম ৩৭০ দিরহামের নিচে নামলে সেটা অনেক ক্রেতার জন্য ভালো সংকেত যা এখনই কিনতে হবে। গত সাত দিনে একবারই মাত্র দাম ৩৭০-এর নিচে নেমেছিল। আজ আবার সেই সুযোগ তৈরি হয়েছে।

বিশ্ববাজারে ডলারের মান কমলে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। গতকাল ডলারের মূল্য হ্রাস পেয়েছিল, কিন্তু তবুও আজ স্বর্ণের দাম কমে যাচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩০ ডলারের বেশি কমে ৩ হাজার ২৯৯ ডলার, যা গত ৩০ দিনের মধ্যে অন্যতম সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, “বাজারে অস্থিরতা চলছে, এই দাম পতন সাময়িক হতে পারে। তবে ক্রেতাদের জন্য এটি হতে পারে চমৎকার সুযোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *