হামলার জন্য ভূখণ্ড ব্যবহার করতে দেবে কি-না আজারবাইজান, দিলো পরিষ্কার বার্তা

আন্তর্জাতিক

তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামোভ। স্থানীয় সময় শনিবার (১৪ জুন) ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ কথা বলেন।

বায়রামোভ বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ঘিরে তৈরি হওয়া বর্তমান উত্তেজনা ও সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বাকু গভীরভাবে উদ্বিগ্ন। সব সংকট আন্তর্জাতিক আইনের নীতি ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর জোর দেন তিনি।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং ইরানি নাগরিকদের যাতায়াতের জন্য আজারবাইজানের স্থলসীমান্ত ব্যবহার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ইসরায়েলের ইরানি ভূখণ্ডে সাম্প্রতিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়েও ফোনালাপে আলোচনা হয়। আরাকচি তেলআবিবের হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে তথ্য তুলে ধরেন।

সংঘাত যাতে বৃহত্তর অঞ্চলে না ছড়ায়, সে বিষয়ে সতর্ক করে উভয়পক্ষ কূটনৈতিক উদ্যোগ পুনরায় সক্রিয় করার গুরুত্বের ওপর আলোকপাত করে

ফোনালাপে পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় বায়রামোভ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফসহ অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *