স্বামীর জেলায় তাসনীম জারা, ‘ভাবি-ভাবি’ স্লোগানে মুখর

সারাদেশ

রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) এক জমজমাট পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের রেলগেটে আয়োজিত এই সভায় দলের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা স্থানীয় স্বাস্থ্যসেবার বেহাল দশা তুলে ধরে তীব্র সমালোচনা করেন।

সভা শুরুর আগেই ‘ভাবি ভাবি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মঞ্চ। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে স্লোগান উঠে, “আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার সেরা রাজবাড়ীর জারা ভাবি!”

রাজবাড়ীর পুত্রবধূ তাসনিম জারা তার বক্তব্যে বলেন, “রাজবাড়ী সবকিছু থেকে বঞ্চিত। এখানে ভালো হাসপাতাল নেই। সদর হাসপাতালে গিয়ে দেখেছি রোগীদের কত ভোগান্তি। পর্যাপ্ত ডাক্তার নেই, ওষুধের সংকট আছে। সরকারি হাসপাতালে দুপুর পর্যন্ত টেস্ট করা হয়, এরপর বাইরে থেকে টেস্ট করাতে হয়।”

তিনি আরও বলেন, “কারও স্ট্রোক বা দুর্ঘটনা ঘটলে এখানে চিকিৎসা নেই। ফরিদপুর বা ঢাকায় যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। ফলে অনেক সময় রোগী রাস্তায় মারা যায়। ৫৪ বছরের বাংলাদেশে আমরা এমন স্বাস্থ্যসেবা চাই না।”

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে এই সভায় সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় জুলাই বীর যোদ্ধাদের গাড়িবহর জেলা শহরের বড়পুল এলাকায় পৌঁছালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। সেখান থেকে এক পদযাত্রা বের করে পথসভাস্থলে আসেন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *