সেলফি তুলতে না দিয়ে শিশুকে বুকে জড়িয়ে নিলেন জামায়াত আমির

রাজনীতি

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় যাওয়ার পথে ১৮ জুলাই রাতে গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান ঈশ্বরদীর জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস। তার দোয়া মাহফিলে যোগ দিতে জামায়াতের আমিরসহ কেন্দ্রীয় নেতারা ঈশ্বরদীতে আসেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যম কর্মীদের নিজ হাতে খেজুর খাওয়ান। নিহতের পরিবারের সাথে দেখা করে মত বিনিময় করেন। এবং নিহতের পরিবারের দায়িত্ব দল থেকে নেওয়া হবে বলে জানান।

জামায়াতের আমির শফিকুর রহমান এ সময় সকলের সাথে আন্তরিকতার পরিচয় দেন। একজন শিশু তার সাথে সেলফি তুলতে চাইলে তিনি বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন। এবং হাসি মুখে বিদায় জানান।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, মওলানা ইকবাল হোসেন, অধ্যাপক আলী আজগর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *