সেই শিক্ষীকা মাহরীন চৌধুরীকে নিয়ে যা বললেন জামায়াতের আমীর

সারাদেশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীকে ‘স্বার্থক মা ও আদর্শ শিক্ষক’ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “মাহেরীন চৌধুরীর আত্মত্যাগ শুধু একজন শিক্ষকের দায়িত্ববোধ নয়, একজন মায়ের শ্রেষ্ঠতম ভালবাসা ও সাহসিকতার প্রতীক হয়ে থাকবে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন—এই ত্যাগ জাতির ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

জামায়াত আমির আরও বলেন, “তিনি ছিলেন স্বপ্নবান এক মানুষ, যিনি শিক্ষকতা পেশাকে দায়িত্ব ও ভালোবাসা দিয়ে পালন করেছেন। এমন একজন আদর্শ শিক্ষকের শোক শুধু তাঁর পরিবারের নয়, আমাদের জাতিরও।”

শোকবার্তায় তিনি মাহেরীন চৌধুরীসহ দুর্ঘটনায় নিহত সবার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *