সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

খেলা

আগামী ১০ জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে দেখা গেছে চরম উন্মাদনা। তবে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রুখতেই এবার নিরাপত্তা জোরদার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে, এমনকি তিনজন সমর্থক গ্যালারি পেরিয়ে মাঠেও প্রবেশ করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট।

রবিবার (৮ জুন) বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, ৯ জুন সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামে সোয়াট বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, ম্যাচের দিনেও স্টেডিয়াম ও আশপাশের নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা।

তিনি আরও বলেন, “ম্যাচ কমিশনারসহ আমরা ইতোমধ্যে স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছি। ঢাকা মহানগর পুলিশের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সিঙ্গাপুর ম্যাচে ভুটান ম্যাচের তুলনায় নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে।”

ইতোমধ্যে সিঙ্গাপুর জাতীয় দল ঢাকায় পৌঁছে গেছে এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক ফুটবল চার বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে, ফলে এই ম্যাচটির গুরুত্ব ও প্রত্যাশা অনেক বেশি।

এদিকে যাদের পক্ষে গ্যালারিতে খেলা দেখা সম্ভব হবে না, তাদের জন্য চট্টগ্রামের প্রিমিয়ার লিগ ক্লাব ফর্টিজ এফসি বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরেও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশন বা ব্যক্তিগত পর্যায়ে।

ফেডারেশন জানিয়েছে, অতীতের মতো কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য এবার তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় পূর্বে নিরাপত্তা ঘাটতির জন্য জরিমানা গুনতে হওয়ায় তারা এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *