বলিউডের পর্দায় যাকে আমরা থালাপতি বিজয় বলেই চিনি, সেই বিজয় বাস্তব জীবনের রিয়েল হিরো হয়ে সবাইকে চমকে দিলেন। যেখানে দেশের বড় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি হাত দিতে পারেননি, সেখানে বিজয় নিজেই গড়ে তুললেন এক নতুন রাজনৈতিক দল!
বিজয়কে বলিউডের সুপারস্টার হিসেবে আমরা চিনেছি—কিন্তু আজ তিনি প্রমাণ করলেন, আসল নায়ক হওয়া মানে শুধু সিনেমার পর্দায় নয়, বরং বাস্তব জীবনে সাহস দেখানো। যে অফারগুলো কোনো সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারত না, তা তিনি প্রত্যাখ্যান করে নিজের দলের সূচনা করলেন।
বিশেষজ্ঞরা বলছেন, “এই পদক্ষেপ শুধুই রাজনৈতিক নয়, এটি দেশের যুবসমাজের জন্য এক মেসেজ—নিজস্ব পথে চলার সাহস রাখো, কেউ তোমাকে বাধা দিতে পারবে না।”
এখন প্রশ্ন হলো, সাকিব-মাশরাফির মতো তারকাদের জন্যও কি সম্ভব এমন কিছু? হয়তো না। কারণ, এই কাজের জন্য যা লাগে—হ্যাডম, দৃঢ়তা আর আত্মবিশ্বাস—সবই আছে বিজয়ের মধ্যে।
আজ বিজয় শুধু সিনেমার নায়ক নয়, বাস্তব জীবনের থালাপতি। যারা দেখেন, তারা বুঝতে পারলেন—নায়কত্ব মানে শুধু জনপ্রিয়তা নয়, নিজের বিশ্বাসে দাঁড়ানো আর সাহসিকতার পরিচয় দেওয়া।