সাংবাদিক তুহিন হ’ত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ‘বিস্ময়কর ট্যাটু’!

সারাদেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীনের ঘাড়ে একটি ‘বিস্ময়কর ট্যাটু’ আঁকা রয়েছে। সেই ট্যাটুতে ইংরেজি অক্ষরে লেখা ‘ডেঞ্জার’।

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গাজীপুরের স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ‘ডেঞ্জার’ লেখা দেখা যায়।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরবর্তীকালে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে এখন পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেপ্তার শহিদুল।

এ দিকে আজ (শনিবার) সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *