‘শাপলা’ প্রতীক পাচ্ছে না এনসিপি, যা জানা গেল

রাজনীতি

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’কে তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায় এই প্রতীকটি নির্বাচন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছে কমিশন।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত হওয়ায় এর মর্যাদা রক্ষায় আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় আগেও একই ধরনের সিদ্ধান্ত ছিল, এবারও তাই অনুসরণ করা হচ্ছে। তবে নতুন করে প্রতীকের তালিকায় ‘দাঁড়িপাল্লা’ যুক্ত হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রস্তাবিত প্রতীকের তালিকায় তারা শাপলার পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীকও উল্লেখ করেছে।

বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ৬৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন প্রতীকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য এবার ১০০টিরও বেশি প্রতীক তালিকাভুক্ত করার চিন্তা করছে ইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতীকের তালিকা সংশোধনের প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *