লাশ তুলতে যাচ্ছিল পুলিশ, হঠাৎ উঠে দাঁড়ালেন মৃত মানুষ!

সারাদেশ

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। প্রায় ৬ ঘণ্টা ধরে রাস্তার পাশে কাদার মধ্যে

উপুড় হয়ে পড়ে ছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা ভেবেছিলেন তিনি মারা গেছেন। খবর দেওয়া হয় পুলিশে, এমনকি লাশবাহী গাড়িও ডেকে আনা হয়। কিন্তু ঠিক যখন পুলিশ ও গ্রামবাসীরা তার দেহ তুলতে যাচ্ছিলেন, তখনই মৃত ভেবে ফেলা সেই মানুষ হঠাৎ নড়েচড়ে দাঁড়িয়ে উঠে কাঁপা কণ্ঠে বললেন, “সাহেব, আমি বেঁচে আছি।”

ঘটনাটি ঘটেছে খুরাই গ্রামীণ থানা এলাকায়, ধনোরা ও ব্যাংখিরিয়া গ্রামের মাঝের সড়কে। দুপুরে স্থানীয়রা কাদায় মুখ থুবড়ে পড়ে থাকা ওই ব্যক্তিকে ঘণ্টার পর ঘণ্টা অচল অবস্থায় দেখে মৃত মনে করে থানায় খবর দেন। পুলিশ পরিদর্শক হুকুম সিং দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ তোলার প্রস্তুতি শুরু করেন।

চারপাশে ভিড় জমেছিল কৌতূহলী গ্রামবাসীর। সবাই যখন লাশ তোলার অপেক্ষায়, তখনই ঘটে অঘটন। মৃত ভেবে রাখা ব্যক্তি হঠাৎ নড়েচড়ে ওঠেন, তারপর উঠে দাঁড়িয়ে সবাইকে অবাক করে বলেন, “আমি জীবিত।”

এমন দৃশ্য দেখে উপস্থিত গ্রামবাসী ও পুলিশ হতবাক হয়ে যান। অনেকে চোখ ঘষে দেখেন, আবার কেউ আতঙ্কে কয়েক কদম পেছনে সরে যান।

পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি নেশাগ্রস্ত ছিলেন। মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রস্রাবের জন্য থেমে মাটিতে বসেন। তখনই ভারসাম্য হারিয়ে কাদায় পড়ে যান। অতিরিক্ত মদ্যপানের কারণে ঘণ্টার পর ঘণ্টা উঠে দাঁড়াতে পারেননি। তার মোটরসাইকেলও পাশে পার্ক করা অবস্থায় পাওয়া যায়।

গ্রামবাসীরা বলেন, “আমরা ভেবেছিলাম লাশ। কিন্তু হঠাৎ উঠে কথা বলায় মনে হলো ভূতের গল্প চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে।”

শেষ পর্যন্ত পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। তবে মৃতের পুনর্জীবন কাণ্ড এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়রা ঘটনার নাম দিয়েছেন, “দ্য রিটার্ন অব দ্য ডেড”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *