লাল টি-শার্ট পরা সেই লোক নিয়ে প্রশ্ন, চঞ্চল্যকর তথ্য দিল রাশেদ

সারাদেশ

রাজধানীর রমনার বিজয়নগর এলাকায় শুক্রবার রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা)

নেতা‑কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা–কর্মী আহত হন।

ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিও দেখা যায়, লাল টি-শার্ট পরা ব্যক্তি একজনকে বেধড়ক পিটুনি দিচ্ছে। ভিডিওটির কমেন্টে অনেকেই বলছে, লাল টি-শার্ট পরা লোকটি নুরুল হক নুরকে পেটাচ্ছে।

তবে লাল টি-শার্ট পরা লোকটি নুরকে পেটায়নি বলে জানিয়েছেন মো. রাশেদ খান। আজ শনিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, ‘লাল শার্ট পরা ব্যক্তি যাকে পিটাচ্ছে, সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট।’

রাশেদ দাবি করেন, ‘লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতা-কর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর লাল টি-শার্ট পরা ব্যক্তির খোঁজ শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাঁকে শনাক্ত করতে কয়েকটি টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *