মোস্তাফিজের রেকর্ডের রাতে মাথা উঁচু করে বিদায় দিল্লির

খেলা

আইপিএলে শেষ বেলায় ডাক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। যেটুকু সুযোগ পেলেন, লুফে নিলেন দুই হাতে। আজ নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তুলে নিলেন ৩ উইকেট।

ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড। তাতে তার দলও তুলে নিয়েছে ৬ উইকেটের দারুণ জয়, আইপিএল থেকে বিদায় নিয়েছে মাথা উঁচু করেই।

জয়পুরের মানসিং স্টেডিয়ামে আজ মোস্তাফিজ তার খাতা খুলেছেন ভারতের তরুণ সেনসেশন প্রিয়াংশ আর্যর উইকেট তুলে নিয়ে। এরপর ডেথ ওভারে শশাঙ্ক সিংকে বিদায় করেন তিনি। শেষ ওভারে আবারও মোস্তাফিজ এলেন দৃশ্যপটে, তুলে নিলেন মার্কো ইয়ানসেনের উইকেট।

৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। দলের বাকি বোলাররা যখন নিদেনপক্ষে ৯ করে রান দিয়েছেন ওভারপ্রতি, মোস্তাফিজ সেখানে রান দিয়েছেন ৮.২৫ করে।

এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন সাকিব। ৭০ ইনিংসে বল করে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি।

আজ ম্যাচ শুরুর আগে মোস্তাফিজের উইকেট ছিল ৫৯ ইনিংসে ৬২টি। আজকের তিন উইকেট নিয়ে ৬০ ইনিংসে ৬৫ উইকেট হয়ে গেল তার। কেড়ে নিয়েছেন সাকিবের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *