বর্তমানে ফুটবল মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। মাঠে নামলেও করছেন জোড়া গোল, এর মাঝেই ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রচার করা হয়েছে, যেখানে দেখা যায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি ও প্রাক্তন পর্নতারকা মিয়া খলিফা একই ফ্রেমে ছবি তুলেছেন।
এরপরই ফুটবল ভক্তরা মেসির পক্ষে- বিপক্ষে নানা মন্তব্য করতে থাকেন। অনেকেই দাবি করেন মেসির সাথে মিয়া খলিফার প্রচারিত ছবিগুলো আসল। তবে এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিগুলোর বিষয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করলে ছবিগুলো আসল হওয়ার দাবির সপক্ষে বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে ছবিগুলোর সম্ভাব্য মূল পোস্ট ‘_ul_0’ ইউজারনেমের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২ জুলাইয়ে প্রচার হতে দেখা যায়।
পোস্টটির ক্যাপশনে একটি ডিসক্লেইমার বা দায়মুক্তিও পাওয়া যায় যেখানে বলা হয়, ‘এই ছবিগুলো বাস্তব নয়। এগুলো সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সঙ্গে তৈরি করা হয়েছে।’