মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ ঘোষণার দাবি

সারাদেশ

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির তারিখ অবিলম্বে ঘোষণা করার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।

আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এই দাবি তুলেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় বহু আগে ঘোষিত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ফাঁসির তারিখ ঘোষণা হয়নি। এটি কেবল বিলম্ব নয়, এটি ন্যায়বিচারের প্রতি অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।’

তিনি আরও প্রশ্ন করেন, ‘প্রদীপের মতো দাগী খুনির ফাঁসি কার্যকরে দীর্ঘসূত্রতা সরকারের কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকেও আঘাত করছে।’

সাইফুল্লাহ খাঁন বলেন, ‘আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

তিনি আরও যোগ করেন, ‘ন্যায়বিচার শুধুমাত্র আদালতের রায়ে সীমাবদ্ধ নয়, তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। যদি বাস্তবায়ন না হয়, তাহলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ হবে।’ সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *