মৃত্যু ব্যক্তির আত্মা কি বাড়ির চারপাশে ৪ দিন পর্যন্ত ঘুরে বেড়ায়

লাইফ স্টাইল

অনেক সময় মানুষের মুখে শোনা যায়, কেউ মারা গেলে তার আত্মা নাকি মৃত্যুর পর আরও চার দিন বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়। কেউ বলেন, মৃত আত্মা ঘর থেকে ঘরান্তর হয়, আপনজনদের দেখে যায়, এমনকি কেউ কেউ অনুভবও করেন তারা যেন এখনও কাছেই আছেন।

কিন্তু এই বিশ্বাসের পেছনে কী সত্যতা আছে? ইসলামের আলোকে বিষয়টি কীভাবে দেখা হয়?

ইসলামী শরিয়তের দৃষ্টিতে, মানুষের মৃত্যু মানেই তার দুনিয়ার জীবন শেষ। মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার আত্মা দেহ থেকে পৃথক হয়ে বারযাখ নামক এক অন্তরাল জগতে প্রবেশ করে। কুরআন ও হাদীস অনুযায়ী, আত্মা তখন আর দুনিয়াতে ঘোরাফেরা করে না। বরং সে এক নতুন জগতের (কবরজীবন) অংশ হয়ে যায়, যেখানে তাকে তার আমল অনুযায়ী শান্তি বা শাস্তির মুখোমুখি হতে হয়।

হাদীস শরীফে এসেছে, রাসুল (সা.) বলেন: “কবর হচ্ছে জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত।”— (তিরমিজি, হাদীস: ২৪৬০)

তবে মৃতব্যক্তিকে দাফনের পর প্রথম কিছুদিন তার আত্মীয়স্বজন তাকে বেশি মনে করেন, তার ব্যবহৃত জিনিসপত্র, ঘর-বাড়ি, বা তার সঙ্গে কাটানো সময় স্মৃতিতে ফিরে আসে। ফলে অনেক সময় মানুষ অনুভব করেন যেন সে এখনও আশপাশেই আছে। এটি মূলত মনস্তাত্ত্বিক বা আবেগগত অনুভূতি, বাস্তব নয়।

অতএব, ইসলামি দৃষ্টিতে এই বিশ্বাসটি ভিত্তিহীন যে, মৃতের আত্মা চার দিন বা নির্দিষ্ট সময় ধরে বাড়িতে ঘুরে বেড়ায়। বরং এ ধরনের ধারণা ইসলামি আকিদার পরিপন্থী হতে পারে, তাই এসব বিষয়ে সচেতন থাকা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *