মমতাজের বাড়ি থেকে ৯০০ কোটি উদ্ধারের ভিডিও আসলে কী

সারাদেশ

সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায় গত ১২ মে গ্রেপ্তার করা হয়। ১৭ মে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং ২২ মে দুই মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

✅ ভিডিও যাচাই: ফ্যাক্ট বনাম গুজব

???? ভিডিও-১: প্রচারিত ভিডিওর একটি অংশের মিল পাওয়া যায় এসএ টিভির একটি প্রতিবেদনের সঙ্গে, যেটি ২০২৩ সালের আগস্টে প্রকাশিত হয়। তা ছিল ডিবির বিশেষ অভিযানের দৃশ্য—মমতাজের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই।

???? ভিডিও-২: ‘মমতাজ ভিলা’ লেখা একটি দৃশ্য ভাইরাল ভিডিওতে দেখা গেলেও, এটি ২০২০ সালে ইনডিপেনডেন্ট টিভিতে প্রচারিত এক ক্যাসিনো কেলেঙ্কারির ভিডিও থেকে নেয়া হয়েছে। ঘটনাটি এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার বাসায় র‍্যাবের অভিযানসংক্রান্ত।

???? ভিডিও-৩: আরও একটি দৃশ্য—টাকাভর্তি ড্রয়ার ও সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য—‘সময় টিভির’ ২০২০ সালের একটি ক্যাসিনো কেলেঙ্কারি সংক্রান্ত রিপোর্ট থেকে কেটে জোড়া দেওয়া হয়েছে।

সেনাবাহিনী বা আইন-শৃঙ্খলা বাহিনী মমতাজ বেগমের বাড়িতে এমন কোনো অভিযান চালিয়েছে—এমন তথ্য দেশের কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেনি। অর্থাৎ, এই ভিডিওটি পুরোনো অভিযানের ফুটেজ কাটছাঁট ও ডিজিটাল সম্পাদনার মাধ্যমে মিথ্যা বার্তায় প্রচার করা হচ্ছে।

মমতাজ বেগমের বাড়ি থেকে ৯০০ কোটি টাকা উদ্ধারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। বিভ্রান্তিকর ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যা ফ্যাক্ট-চেক করে বাতিলযোগ্য প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *