ভারী অস্ত্রে গর্জে উঠল সীমান্ত, পাক সেনাদের ওপর আফগান বাহিনীর হামলা

আন্তর্জাতিক

দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত উত্তেজনা চরমে উঠেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে আফগানিস্তানের সীমান্তরক্ষীরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও তীব্র গোলাগুলি ও হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত শুক্রবার রাতে পাকিস্তানের বিমানবাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। ওই হামলায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)-এর প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে অভিযান চালায় বলে জানা গেছে।
এই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়।

আফগান সেনাবাহিনী জানায়, পাকিস্তানের বিমান হামলার জবাবে তারা এখন প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে।
এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে তালেবান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছে।”

সামাজিকমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাবাহিনীর অসংখ্য যানবাহন পাকিস্তান সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, যা দুই দেশের মধ্যে নতুন সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়েছে।

এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করেছে।
১০ অক্টোবর আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান কাবুলের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকতিকার মার্ঘা অঞ্চলের একটি মার্কেটে বোমাবর্ষণ করেছে।
এই ঘটনাকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্ণনা করেছে, “আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন, সহিংস ও নিন্দনীয় একটি কাজ।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কাবুলে বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ* শোনা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান টিটিপির প্রধান নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, “টিটিপির নেতা কাবুলে উপস্থিত ছিলেন না। পাকিস্তানের অভিযোগের কোনো ভিত্তি নেই।”

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে নতুন সংঘাতের সূচনা করতে পারে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবিরোধী অভিযান ও সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা চলছিল। সাম্প্রতিক এই সহিংসতা সেই সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *