ভাইরাল ছবির আসল তথ্য জানালেন সেই জুলাই যোদ্ধা

রাজনীতি

বিএনপির একটি অনুষ্ঠানের ছবি ঘিরে গত দু’দিন ধরে সমালোচনা ও বিভ্রান্তি চলছে। এ নিয়ে একটি ছবিও ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবিতে দেখা যায়, এক আহত ‘জুলাই যোদ্ধা’ নাদিম দাঁড়ানো; যার পেছনেই বসে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। অনেকে এটিকে ‘বিএনপির অবজ্ঞার প্রমাণ’ হিসেবে সামনে এসেছেন। তবে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন জুলাইযোদ্ধা নাদিম।

বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিম বলেন, ‘ছবিটা পরিকল্পিতভাবে ভাইরাল করা হয়েছে। আমরা একটু দেরিতে পৌঁছাইছিলাম অনুষ্ঠানস্থলে, তখন জাতীয় সংগীত চলছিল। আমাদের জন্য নির্দিষ্ট আসন রাখা ছিল। কিন্তু দেরিতে ঢোকার কারণে আমরা মিডিয়া সেকশনের পাশে বসি। তারপর আমাকে বক্তব্যের জন্য ডাকলে, দলের সিনিয়র নেতারা সামনে বসার ব্যবস্থা করেন।’

তিনি জানান, বক্তব্য শেষ করে তিনি মির্জা আব্বাসের পাশে বসেন। মির্জা আব্বাস তাঁর চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও খোঁজখবর নেন। এমনকি ভাইরাল হওয়া মুহূর্তটির আগেই এবং পরে, নাদিমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দেখভালের ভিডিও ফুটেজও তিনি দেখান।

নাদিম স্পষ্ট করে বলেন, ‘ছবিটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি গর্বিত যে বিএনপির সিনিয়র নেতারা আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন।’ বিএনপি নেতাদের সম্মান দেয়ার বিষয়ে নাদিম আরও বলেন, ‘অনুষ্ঠান আমি মির্জা ফখরুল কাকাকে সালাম দিব, উনি সবার আগে আমাকে সালাম দিছেন। আমি হাসিমুখে সালামের উত্তর নিছি। আমি তো অনেক খুশি যে, উনি আমাকে আগে সালাম দিছেন। আসলে ওনার আমাদের বিষয়েও কথা বলছিলেন।

টকশোতে উপস্থিত সঞ্চালক ও দর্শকদের সামনে নাদিম ভিডিও ক্লিপ দেখান, যেখানে দেখা যায়—মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা তাঁর প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন, চিকিৎসা নিয়ে প্রশ্ন করছেন, এবং তাকে সহায়তা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *