বোতলে গাজায় ভেসে এলো চাল-ডাল, পাঠিয়েছেন এক মিসরীয় (ভিডিও সহ)

সারাদেশ

সমুদ্রে বোতল ফেলছেন এক মিসরীয় (বামে), মিসর থেকে পাঠানো এমন একটি বোতল হাতে পেয়েছেন গাজার এক জেলে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন অবরোধ আরোপ করে রেখেছে দখলদাল ইসরায়েল। এতে সেখানকার মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছেন। তাদের এ দুঃখ দুর্দশা সইতে না পেরে বোতলে মসুর ডাল ভরে সেগুলো সমুদ্রে ছুড়ে ফেলেন মিসরের এক নাগরিক। তার প্রত্যাশা ছিল— হয়ত ভাসতে ভাসতে এটি গাজায় পৌঁছে যাবে।

অবিশ্বাস্যভাবে ওই বোতলটি ভেসে সত্যিই গাজায় গেছে। যা পেয়েছেন গাজার এক মৎস শিকারী। বোতলটি হাতে নিয়ে এক ব্যক্তিকে বেশ উচ্ছ্বাশ প্রকাশ করতে দেখা যায়। তিনি জানান, আজ তারা কিছু খেতে পারবেন।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে বোতল হাতে গাজার ওই বাসিন্দা বলছেন, “বলুন আল্লাহু আকবর। আমাদের মিসরের ভাইয়েরা… চাল-আল ডাল ভর্তি বোতল গাজার উপকূলে পৌঁছেছে। বোতলটি সমুদ্রের মাঝে থেকে নিয়ে এসেছেন এক জেলে। তিনি জানিয়েছেন, খুবই অল্প কিছু বোতল গাজায় এসেছে। যার অর্থ আমরা আজ ডাল খেতে পারব।”

তিনি আরও বলেছেন, “বোতলের ভেতর একটি নোট ছিল। এতে লেখা আছে, ‘মিসর দীর্ঘজীবী হোক’। আল্লাহর ইচ্ছায় মিসর ও পুরো আরব বিশ্ব এবং ইসলামিক উম্মাহ দীর্ঘজীবী হোক।

ভিডিও দেখতে এখানে ক্লিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *