বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদউল্লাহ

সারাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দীর্ঘদিন ধরেই সাবেক ক্রিকেটারদের আম্পায়ারিং ও রেফারিংয়ের মতো গুরুত্বপূর্ণ ভূমিকায় যুক্ত করতে চাইছে। এই পরিকল্পনার অংশ হিসেবে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদকে রেফারিদের একটি প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। তবে, বিসিবির এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, আম্পায়ার্স বিভাগ থেকে মাহমুদউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোযোগ ধরে রাখতে চান তিনি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে, খেলোয়াড়ি জীবন থেকে পুরোপুরি সরে এসে নতুন কোনো ভূমিকায় যুক্ত হওয়ার জন্য তিনি এখনো প্রস্তুত নন।

বাংলাদেশের ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের অবদান অনস্বীকার্য। দেশের হয়ে তিনি ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া, টেস্ট ও ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে এবং টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হিসেবে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তার সক্রিয়তা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *