বিশ্বের একমাত্র দেশ যেখানে ৯৬ বছরেও জন্ম হয়নি কোনো শিশুর

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ছোট ও অনন্য রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে ৯৬ বছর ধরে কোনো শিশুর জন্ম হয়নি। এটি একটি বিশেষ ধর্মীয় কেন্দ্র হওয়ায় এখানে পরিবার বা সাধারণ জনগোষ্ঠীর বদলে মূলত ক্যাথলিক চার্চের পুরোহিত এবং ধর্মীয় নেতারা বসবাস করেন।

ভ্যাটিকান সিটির এই বৈশিষ্ট্যই এর জনসংখ্যার গঠনকে বিশেষ করে তুলেছে। এখানে জন্মদানের কোনো সামাজিক কাঠামো নেই, তাই দীর্ঘদিন ধরে নবজাতকের দেখা পাওয়া যায়নি। এ কারণে ভ্যাটিকান সিটি বিশ্বের একমাত্র দেশ যেখানে প্রায় এক শতাব্দী ধরে কোনো শিশুর জন্ম হয়নি।

আরও পড়ুনঃ নিজামী-সাঈদীর ছবি টানিয়ে শিবির স্বাধীনতাকে অপদস্থ করেছে: ছাত্রদলের নাছির
বিশ্বব্যাপী যেখানে শিশু জন্ম বৃদ্ধি পাচ্ছে, সেখানে ভ্যাটিকান সিটির এই পরিস্থিতি একটি বিরল ও চমকপ্রদ ঘটনা হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে এ ধরনের ঘটনা ঘটেছে যা বিশ্বের অন্য কোনো দেশে দেখা যায় না।

দেশটিতে নেই কোনো হাসপাতালও। যদি কোন নাগরিক গুরুতর অসুস্থ হয় কিংবা কোনো গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয় তবে তাকে পাশের দেশ রোমে পাঠিয়ে দেয়া হয়। ফলে দেশটিতে কোনো শিশু জন্ম নেয় নি। এমনকি পাশের দেশে জন্ম নেয়া শিশুটি পায় না দেশটির নাগরিকত্বও। এই দেশে কেবল কাজের মেয়াদ অনুযায়ী করা হয় নাগরিকত্ব। যে কারণে কাজের মেয়াদ শেষ হলে নাগরিকত্বও শেষ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *