বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অর্থনীতি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার কিছুটা কমে গেছে। ওপেক প্লাস সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন আবার বাড়ানোর ঘোষণা দেওয়ায় এ দামে পতন ঘটেছে।

সোমবার (৪ আগস্ট) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১৮ সেন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়ায় ৬৯ দশমিক ৪৯ ডলারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ১২ সেন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে হয় ৬৭ দশমিক ২১ ডলার। শুক্রবারই উভয় তেলের দাম প্রায় ২ ডলার করে কমেছিল।

রবিবার (৩ আগস্ট) ওপেক প্লাস ঘোষণা দেয়, তারা সেপ্টেম্বর থেকে প্রতিদিন আরও ৫ দশমিক ৪৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। এর মাধ্যমে তারা আগের উৎপাদন কাটছাঁট পুরোপুরি ফিরিয়ে আনছে। এ সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে তারা মজুত কমে যাওয়া ও বৈশ্বিক অর্থনীতির উন্নতি দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, আগের কাটছাঁটের পাশাপাশি এই বাড়তি উৎপাদন ধাপে ধাপে মোট ২৫ লাখ ব্যারেল বা বিশ্ব চাহিদার প্রায় ২ দশমিক ৪ শতাংশ হবে।

সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *