বিকাশ-নগদ-রকেটে চালু হচ্ছে আন্তঃলেনদেন, যেভাবে করা যাবে

Uncategorized

নগদ অর্থ লেনদেন কমাতে দেশে আন্তঃলেনদেন ব্যবস্থার নতুন দিক উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে।

এই ব্যবস্থায় ব্যাংক থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। তবে এসব লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে নির্দেশনা জারি করেছে, যা দেশের সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে এই আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে এবং ‘লাইভ’ লেনদেন শুরু হবে। এতে এনপিএসবি’র অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির মধ্যে অর্থ লেনদেন সম্ভব হবে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে মোবাইল একাউন্টে ১,০০০ টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা চার্জ নেওয়া যাবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইল একাউন্টে টাকা পাঠাতে খরচ হবে দুই টাকা, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ আট টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, বিকল্প উপায়ে দেখবেন যেভাবে
টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ, বিকল্প উপায়ে দেখবেন যেভাবে
১৪ অক্টোবর, ২০২৫

এছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও পূর্বঘোষিত (ফেব্রুয়ারিতে জারি করা) নির্দেশনার আলোকে ফি কার্যকর থাকবে। প্রত্যেক লেনদেনের আগে গ্রাহককে প্রযোজ্য ফি সম্পর্কে জানাতে হবে। তবে প্রাপক পক্ষ (যিনি টাকা গ্রহণ করবেন) থেকে কোনো ধরনের চার্জ আদায় করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *