বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি

সারাদেশ

রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে এই তথ্য জানান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা চলছে। চতুর্থ দিনের মতো এই আলোচনা হাউজে চলছে। এখানে মোটা দাগে ডানপন্থি এবং বামপন্থিদের মধ্যে ব্যপকভাবে বিতর্ক চলছে। ৭২ এর সংবিধানের মূলনীতি বনাম ৭২ এর সংবিধানের বাইরের মূলনীতি। ৪র্থ সংশোধনের আগের সিচুয়েশন এবং পঞ্চম সংশোধনীর মূলনীতি। এখানে বিএনপির সালাহউদ্দিন ভাই যে প্রস্তাব দিয়েছেন এর সঙ্গে আমরা একমত।

তিনি আরও বলেন, কমিশন ৪টা মূলনীতি প্রস্তাব করেছে। তার মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত ৩টি মূলনীতি। অর্থাৎ- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। এর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বলা হচ্ছে, এই পাঁচটা থাকবে। এর সঙ্গে ৭২ এর সংবিধানে থাকা অথবা পঞ্চম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে নাকি হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আলোচনা এখন বেশ উত্তপ্ত অবস্থায় আছে, বিরতির পর আশা করি সমাধান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *