বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা, শেষ রক্ষা হলো না মূল হোতার

রাজনীতি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় গোলাম মুহিত চান (৪০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৬টায় পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে। গোলাম মুহিত চান ধুনট দক্ষিণ অফিসারপাড়ার মোহাম্মাদ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালান। এ ঘটনায় ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ দুটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গোলাম মুহিত চানকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *