বার্সেলোনার কাছ থেকে ৫৬০ কোটি টাকা পেলেন মেসি

খেলা

চার বছর পর, শেষ পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে চূড়ান্ত আর্থিক হিসাব চুকিয়ে ফেলেছে বার্সেলোনা। প্রায় ৫৬০ কোটি টাকা (৪৮ মিলিয়ন ইউরো) বকেয়ার মধ্যে শেষ কিস্তি হিসেবে সম্প্রতি ৫৬ কোটি টাকার (৫.৯৬ মিলিয়ন ইউরো) পেমেন্ট সম্পন্ন করেছে কাতালান ক্লাবটি।

সাবেক সভাপতি বার্তোমেউয়ের আমলে আর্থিক বিশৃঙ্খলায় পড়ে যায় বার্সেলোনা। করোনার সময় আর্থিক ক্ষতি সামাল দিতে মেসি সহ বহু খেলোয়াড় ও কোচিং স্টাফের বেতন স্থগিত করা হয়। মেসির বেতন ছিল সবচেয়ে বড়—যা ২০২০ সালের পর থেকে কিস্তিতে পরিশোধ হচ্ছিল।

এই সংকটে শুধু মেসি নন, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সার্জিও বুসকেটস, উসমান ডেম্বেলে, কৌতিনহো, স্যামুয়েল উমতিতি ও সাবেক কোচ রোনাল্ড কোমানও। তাদের সাথেও আলাদা আলাদা চুক্তিতে বকেয়া মিটিয়েছে বার্সেলোনা।

এই বকেয়া মেটানোর মাধ্যমে এক দীর্ঘ অর্থনৈতিক চাপের অধ্যায় থেকে মুক্তি পেল বার্সা। নতুন মৌসুমের দলগঠন ও খেলোয়াড় নিবন্ধনে আর অন্তত পুরনো দেনার কারণে বাধা থাকবে না বলেই আশাবাদী কাতালানরা।

অন্যদিকে, মেসি এখন ইন্টার মায়ামির হয়ে ক্লাব বিশ্বকাপে খেলছেন, যেখানে রাউন্ড অব ১৬’তে তার মুখোমুখি সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ক্যাম্প ন্যুতে তাকে ঘিরে পরিকল্পিত বিদায়ী ম্যাচের আগেই বার্সার শেষ অর্থনৈতিক দায় শেষ করাটাই একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *