বাঙ্কার থেকে বেরিয়ে নিজ দেশের ধ্বংসস্তূপ দেখলেন নেতানিয়াহু (ভিডিও)

আন্তর্জাতিক

শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করেছিল ইসরাইল। ওই হামলার প্রতিশোধে পাল্টা হামলাও করছে ইরান। প্রথম হামলার পরই বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আজ সেই বাঙ্কার থেকে বেরিয়ে ইরানের হামলার এলাকা পরিদর্শন করেছেন তিনি।

রবিবার (১৫ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন নেতানিয়াহু। এসময় ইরানকে ইসরাইলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত বাত ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু পূর্বপরিকল্পিতভাবে হত্যা বলেও অভিহিত করেছেন।

ইরানের হামলায় ইসরাইলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

এদিকে ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার কিছু পরে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইল উভয় পক্ষই

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ইসরাইলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরাইলের উদ্দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এই ঘোষণা আসে ঠিক কয়েক মিনিট পর, যখন ইসরাইলি সেনাবাহিনী নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ইসরাইলজুড়ে সাইরেন বাজতেও শোনা গেছে।

https://youtu.be/swPTPHuaduw

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *