বাংলাদেশসহ ২০টির বেশি দেশের জরুরি বৈঠক

জাতীয়

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ১৫ ও ১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতাতে এই ‘জরুরি সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারী দেশসমূহ

সম্মেলনটির আয়োজন করছে ‘দ্য হেগ গ্রুপ’ এবং সহ-আয়োজক হিসেবে থাকছে কলম্বিয়ার সরকার। ‘দ্য হেগ গ্রুপ’-এর সহসভাপতি দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধ অপরাধের বিষয়ে কূটনৈতিক ও আইনি সহায়তা দেবে।

এই সম্মেলনে যেসব দেশ যোগ দেবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, উরুগুয়ে ও ফিলিস্তিন।

এছাড়াও, সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিজ, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রধান কর্মকর্তা ফিলিপে লাজ্জারিনি, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মকর্তা তলালেং মোফোকেংসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উদ্দেশ্য ও হেগ জোটের ভূমিকা

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে যে কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধ জবাবদিহিতার বাইরে থাকবে না।

উল্লেখ্য, ‘দ্য হেগ গ্রুপ’ আটটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি জোট, যা গত ৩১ জানুয়ারি নেদারল্যান্ডসে আত্মপ্রকাশ করে। এই জোটের সদস্য দেশগুলো হলো: বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপটির প্রধান দায়িত্ব হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *