পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্নে শেরশাহ আদালতের অনুমতিতে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত (ATC) তার জামিন মঞ্জুর করেছে।
শেরশাহের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে জিন্নাহ হাউসে হামলার অভিযোগ আনা হয়েছিল। তিনি ইমরানের বোন আলেমা খানের ছেলে। তার ভাই শাহরেজকে গ্রেপ্তারের একদিন পর ২২ আগস্ট শেরশাহকেও হেফাজতে নেওয়া হয়। প্রথমে তাকে ৫ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়, পরে ১৪ দিনের বিচারিক রিমান্ড দেওয়া হয়। এই সময়ে শেরশাহর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
২০২৩ সালের দাঙ্গার সময় পিটিআই প্রতিষ্ঠাতার গ্রেপ্তারের পর সারা দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। জিন্নাহ হাউস হামলাকে সেই সহিংসতার সবচেয়ে হাই-প্রোফাইল ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।
আজকের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, মামলা সংক্রান্ত কোনো চালান উপস্থাপন করা হয়নি এবং সন্দেহভাজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য হেফাজতে রাখা যাবে না। এছাড়াও আইনজীবী বলেন, সন্দেহভাজন ব্যক্তি কোনো প্রমাণ ছাড়াই দাঙ্গায় জড়িত নয়।
এদিন আদালত শেরশাহর জামিন আবেদন মঞ্জুর করেন। একদিন আগে তার ভাই শাহরেজও ৯ মে সহিংসতার সঙ্গে সম্পর্কিত মামলায় জামিন পেয়েছিলেন।
উভয় ভাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো, দাঙ্গায় জড়িত থাকা, অগ্নিসংযোগ ও ভাঙচুর, একটি পুলিশ ভ্যান পোড়ানোর অভিযোগ রয়েছে। সহিংসতার পর শেরশাহ আত্মগোপনে যান এবং প্রায় দুই বছর লন্ডনে অবস্থান করার পর পাকিস্তানে ফিরে গ্রেপ্তার হন।