মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘সরকার পরিবর্তনে’ আগ্রহী নন, কারণ তার মতে এটি বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তবে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে দেওয়া তার এই বক্তব্য, মাত্র কয়েকদিন আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।
মঙ্গলবার (২৪শে জুন) এয়ার ফোর্স ওয়ানের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ভ্রমণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “আমরা ইরানে সরকার পরিবর্তনের দিকে তাকিয়ে নেই।” তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ ওই অঞ্চলে চরম বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।
কিন্তু এর মাত্র কয়েকদিন আগে, রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছিলেন। সেই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “‘সরকার পরিবর্তন’ শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক না-ও হতে পারে, কিন্তু যদি বর্তমান ইরানি সরকার ‘ইরানকে আবারও মহান করতে’ (MAKE IRAN GREAT AGAIN) ব্যর্থ হয়, তাহলে সেখানে কেন সরকার পরিবর্তন হবে না??? মিগা!!! (MIGA!!!)”
ফের সুর বদল ডোনাল্ড ট্রাম্পের
ট্রাম্পের এই পরস্পরবিরোধী মন্তব্যের ফলে ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রকৃত নীতি কী, তা নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের এমন মিশ্র বার্তা মিত্র দেশগুলোর মধ্যে অনিশ্চয়তা এবং প্রতিপক্ষের কাছে মার্কিন নীতি নিয়ে ভুল ধারণা তৈরি করতে পারে।