ফল ঘোষণার আগে কেন কাঁদলেন জাকসু নির্বাচন কমিশনার

সারাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’

প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ বেশিরভাগ শীর্ষ পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

ভিপি পদে আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৭৯ ভোট। শনিবার বিকালে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।

কিন্তু জাকসু ফল ঘোষণার আগে গণমাধ্যমের সামনে কাঁদতে দেখা যায় জাকসু নির্বাচনের একজন নির্বাচন কমিশনারকে। আবেগাপ্লুত এর বিষয়ে নির্বাচন কমিশনার জানান, খুশির আনন্দে তিনি অশ্রুসিক্ত । যে শিক্ষার্থীদের রক্ষায় আমি ১৫ই জুলাই আমার চোখের দৃষ্টি হারিয়েছিলাম, ঠিক ৩৩ বছর জাকসু নির্বাচন না হওয়ায় তাদরে কাঙ্খিত দাবির পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এ দাবিটি আজ পূরণ হয়েছে । শেষে উল্লেখ করেন, এ বিজয় সকল শিক্ষার্থীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *