ফজলু ভাই ঠিক কথাই বলেছেন : এম এ আজিজ

সারাদেশ

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, ‘ফজলুর রহমান ভাই যা বলেছেন ঠিক বলেছেন।

তিনি যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে ওই টক শোতে ছিলাম। তিনি যে কথা বলেছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য। কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন।

তিনি বলেন, ‘আমিও ইতিমধ্যে দুইটা ইউটিউবে কথা বলেছি; এই ফজলুর রহমান সম্পর্কেই। আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি।

এম এ আজিজ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বা উচ্চ নেতা থেকে ফজলুর রহমানকে টেলিফোনে বললেই তো হতো, যে আপনারা একটু স্লো যান। শোকজ করার প্রয়োজন কী ছিল? তার মানে কি বিএনপির মুক্তিযোদ্ধাদের বিএনপির কাছে আশ্রয় নাই। আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম। তাহলে আমরা যাব কোথায়? আমরা কি জামায়াতে জয়েন করব।

তিনি বলেন, ‘অনেকে বলে— জামায়াতের দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। জামায়াতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছে। বলেন কত শেরেকি কথাবার্তা। এই জন্য আমি বলি জামায়াতের সবগুলো লোক দোজখে যাবে। কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে।

তিনি আরো বলেন, ‘জামায়াতকে কি আল্লাহ দায়িত্ব দিয়েছেন? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে তারা। যখন এই কথা যে বলছে, তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়ে গেল। আল্লাহ এক ও অদ্বিতীয়। আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *