প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করেছেন:

সারাদেশ

প্রধান উপদেষ্টা ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ করেছেন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এক সমাবেশে তিনি বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিচার এখনও দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।

চৌদ্দগ্রাম উপজেলার কালিবাজার ইউনিয়ন জামায়াতের ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট (প্রতিশ্রুতি) দিয়ে আসছিল তারা নিরপেক্ষ থাকবে, সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তাঁর ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের ঘোষণা করেছেন।’

ইসির রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা
নির্বাচন কমিশনের রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীলনকশা মন্তব্য করে ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা (মূলত নির্বাচন কমিশন) প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীলনকশা।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এর মধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথনকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীলনকশা বলে আমি মনে করি। আমরা এটা হতে দেব না। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো, জুলাই চার্টার ও পিআর- এর মাধ্যমে নির্বাচন হতে হবে।’

আরও পড়ুনঃ আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট
আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর- দুইটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আব্দুল মো. তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাসেম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *