প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ ইসলাম

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং তাঁরা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন। তবে অন্য উপদেষ্টারা কোনো না কোনো দলের রেফারেন্সে এসেছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাদের প্রতীক সংক্রান্ত দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচনে শাপলা প্রতীক কেন আমরা পাব না, সেটার আইনি ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক চাইব না। নির্বাচন কমিশন যদি সামান্য প্রতীক নিয়ে আমাদের সাথে ন্যায়বিচার না করে, তাহলে তাদের অধীনে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না।

এছাড়াও, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি স্পষ্ট করেন বিদ্যমান সংবিধানের অধীনে জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারি করার সুযোগ নেই। নাহিদ ইসলামের মতে, সংবিধানের বাইরে গিয়েই আদেশ দিতে হবে এবং প্রধান উপদেষ্টার এই আদেশ দেওয়ার সুযোগ নেই। বরং, গণঅভ্যুত্থানের শক্তি অনুযায়ী প্রধান উপদেষ্টাকে এই আদেশ দিতে হবে।

এর আগে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ এবং দেশের সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করতে এনসিপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *