প্রথম যাত্রাই হলো শেষ যাত্রা

আন্তর্জাতিক

লন্ডনে স্বামীর সঙ্গে প্রথমবার দেখা করতে রওনা দেওয়া এক নববধূ ভারতের আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন। এয়ার ইন্ডিয়ার এক আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়লে, ২৩০ জন যাত্রীর মধ্যে ছিলেন খুশবু রাজপুরোহিত (Khushboo Rajpurohit) নামে ওই নববধূ।

রাজস্থানের বালোটারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবুর বিয়ে হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে, মানফুল সিং নামে এক যুবকের সঙ্গে। বিয়ের পর এই প্রথমবার স্বামীর সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন তিনি। মানফুল সিং বর্তমানে লন্ডনে ছাত্র হিসেবে রয়েছেন।

খুশবু ছিলেন আরাবা গ্রামের বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের কন্যা। এই আকস্মিক দুর্ঘটনায় পরিবার এবং গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *