প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল অমুসলিম দেশ

আন্তর্জাতিক

তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে ইতিহাস গড়েছে রাশিয়া। বিশ্বে প্রথমবারের মতো কোনো দেশ হিসেবে আফগানিস্তানের বর্তমান তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দিলো মস্কো।

২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয়। তবে আন্তর্জাতিক মহল এতদিন তাদের সরকারকে স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত ছিল। এ অবস্থায় রাশিয়া এবার ব্যতিক্রমী এক পদক্ষেপ নিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মস্কোতে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন। এর মধ্য দিয়েই কার্যত তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতির মাধ্যমে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যকার বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় হবে।”

এদিকে, তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক মাধ্যমে এক্সে (সাবেক টুইটার) রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে কাবুলে এক বৈঠকের ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্যান্য দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে। এখন স্পষ্ট যে স্বীকৃতির পথে রাশিয়া সবার আগে থাকলো।”

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা করবে এবং অন্যান্য দেশগুলোকেও তালেবান সরকারের প্রতি তাদের অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *