পাকিস্তানের বিপক্ষে ২য় টি টোয়েন্টিতে পালটে যাচ্ছে বাংলাদেশের একাদশ, দেখে নিন ম্যাচ সময়

খেলা

৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় টাইগারদের আত্মবিশ্বাসের পালে নতুন করে হাওয়া দিয়েছে। আজ, সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

প্রথম ম্যাচে বোলাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের পেস আক্রমণে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এরপর ব্যাট হাতে ঝলক দেখান তরুণরা—ইমন ও হৃদয়ের ৭৩ রানের অনবদ্য জুটি দলকে এনে দেয় এক দাপুটে জয়।

প্রথম ম্যাচের জয়ী একাদশের সাফল্যের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দলে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ইনজুরি বা অন্য কোনো অপ্রত্যাশিত সমস্যা না হলে আজ একই দল নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, ফাহিম আশরাফ, সালমান মির্জা ও আবরার আহমেদ।

পরিসংখ্যান বনাম বাস্তবতা:

টি-টোয়েন্টিতে ২৩টি ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে ১৯ বার, আর বাংলাদেশ মাত্র ৪ বার। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, টাইগাররা এখন পুরনো পরিসংখ্যান বদলে দেওয়ার মতো আত্মবিশ্বাসী। মিরপুরের আজকের ম্যাচ বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার আরেকটি সুযোগ। এই জয় শুধু সিরিজ জেতা নয়, ভবিষ্যতের পথচলায় আরও এক ধাপ আত্মবিশ্বাসের সিঁড়ি পাড়ি দেওয়ার নামান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *