পাকিস্তানের বিএনপির সমাবেশে বিস্ফোরণ, ১৪ জন নিহত

সারাদেশ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক জনসভা শেষে শক্তিশালী বোমা হামলায়

অন্তত ১৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শাহওয়ানি স্টেডিয়ামের কাছে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) আয়োজিত সমাবেশস্থলে এই হামলার ঘটনা ঘটে।

হামলার লক্ষ্য ও ক্ষয়ক্ষতি

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার মূল লক্ষ্য ছিলেন বেলুচিস্তান ন্যাশনাল পার্টির প্রধান আখতার মেঙ্গাল, তবে তিনি অক্ষত রয়েছেন। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মোহাম্মদ কাকর জানান, হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনপি মুখপাত্র সাজিদ তারিন সাংবাদিকদের জানান, আখতার মেঙ্গালের গাড়ি সভাস্থল ত্যাগ করার পরপরই একটি বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। আখতার মেঙ্গাল নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আল্লাহর রহমতে আমি নিরাপদে আছি। কিন্তু আমাদের ১৫ জনের মতো কর্মী শহীদ হয়েছেন এবং অনেকে আহত। তাদের এই আত্মত্যাগ ভুলে যাওয়া যাবে না।”

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও তদন্ত

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘মানবতার শত্রুদের কাপুরুষোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, এটি হাতে তৈরি বোমা (আইইডি) দিয়ে ঘটানো হয়েছে, নাকি এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *