পাকিস্তানের পরমাণু হুমকির কড়া জবাব দিল ভারত

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যু, সীমান্ত বিবাদ এবং সিন্ধু পানিচুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা

আবারও তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের দেওয়া পারমাণবিক যুদ্ধের হুমকির পর দুই দেশের মধ্যে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে।

পাকিস্তানের হুমকির বিবরণ

ফ্লোরিডার ট্রাম্পায় প্রবাসী পাকিস্তানি সমাবেশে সেনাপ্রধান আসিম মনির বলেন, “যদি আমরা অনুভব করি যে আমাদের অস্তিত্ব হুমকির মুখে, তাহলে আমরা পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাব।” তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না। একই সঙ্গে তিনি সিন্ধু পানিচুক্তি নিয়েও ভারতকে হুমকি দিয়ে বলেন, ভারত কোনো বাঁধ নির্মাণ করলে তারা তা ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেবে।

ভারতের প্রতিক্রিয়া

পাকিস্তানের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে আসিম মনিরের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের চিরচারিত স্বভাব’ বলে উল্লেখ করেছে। ভারতীয় কর্মকর্তারা এনডিটিভিকে জানান, এই ধরনের মন্তব্য প্রমাণ করে পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে এবং অরাষ্ট্রীয় শক্তির হাতে তা চলে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তারা মনে করেন, এটি পাকিস্তানে গণতান্ত্রিক কাঠামোর অনুপস্থিতি এবং সামরিক বাহিনীর ক্ষমতা দখলেরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *