পাকিস্তানের নতুন ঘোষণা

আন্তর্জাতিক

শনিবার ইরানের উপর ইসরাইলের ভয়াবহ সামরিক হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তেহরানের পাশে দৃঢ়ভাবে থাকার অঙ্গীকার করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে ভাষণ প্রদানকালে বলেন, ‘ইসরাইল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করেছে। যদি মুসলিম দেশগুলো এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেকেরই একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

তিনি মুসলিম বিশ্বের উদ্দেশে আহ্বান জানান, ইসরাইলের বিরুদ্ধে এখনই ঐক্য প্রদর্শনের উদ্যোগ নিতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, যেসব মুসলিম দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, তাদের উচিত অবিলম্বে সে সম্পর্ক ছিন্ন করা। পাশাপাশি, তিনি ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) আহ্বান জানান যেন একটি যৌথ কৌশল প্রণয়নের লক্ষ্যে অবিলম্বে বৈঠকে বসে।

খাজা আসিফ আরো বলেন, ‘আমরা ইরানের পেছনে দাঁড়িয়েছি এবং তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তাদের সমর্থন করব।’ তিনি ইরানের সাথে পাকিস্তানের দীর্ঘদিনের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও শুক্রবার ইরানের উপর ইসরাইলি আক্রমণকে ‘ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, পাকিস্তান ইরানের সরকার এবং জনগণের সাথে সংহতি প্রকাশ করে।

পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচির সাথে ফোনে কথা বলেন দার এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইসরাইলি বাহিনী ইরানের অভ্যন্তরে ব্যাপক সামরিক হামলা চালায়, যেখানে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এ হামলায় ইরানের চিফ অফ স্টাফ, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একাধিক শীর্ষ কমান্ডার এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানীসহ অন্তত ১০৪ জন নিহত এবং প্রায় ৩৮০ জন আহত হন।

ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে তিনজন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয় বলে জানা যায়।

এই ঘটনার পর তুরস্ক ও পাকিস্তানসহ একাধিক মুসলিম দেশ ইসরাইলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

ইরান-পাকিস্তান সম্পর্ক এবং মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *