পদ হারালেন ৩ নেতা

Uncategorized

চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন নিয়ে অসন্তোষ থেকে বিক্ষোভ করায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদরসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তিনজনের পদ স্থগিত করা করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ও সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহ উদ্দিনকে বিএনপির প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

তাকে মনোনয়ন দেওয়ায় দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর সমর্থকরা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। ওই দিন থেকে আসলাম চৌধুরীর সমর্থকরা লাগাতার কর্মসূচি পালন করে আসছেন। এসব কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এই তিন নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *